২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সময়সূচিতে উল্লেখ করা হয়েছে— প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিন অর্থাৎ
৩০ এপ্রিল বাংলা প্রথমপত্র,
২ মে বাংলা দ্বিতীয়পত্র,
৩ মে ইংরেজি প্রথমপত্র,
৭ মে ইংরেজি দ্বিতীয়পত্র,
৯ মে গণিত,
১০ মে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি,
১১ মে ধর্মশিক্ষা পরীক্ষা হবে।
১৪ মে পদার্থ বিজ্ঞান,
১৫ মে গার্হস্থ্য বিজ্ঞান,
১৬ মে রসায়ন,
১৭ মে ভূগোল ও পরিবেশ,
১৮ মে জীববিজ্ঞান,
২১ মে বিজ্ঞান,
২২ মে হিসাববিজ্ঞান ও
২৩ মে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পরীক্ষা হবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়েই নেওয়া হবে। প্রতি বিষয়ের জন্য স্বাভাবিক সময় (তিন ঘণ্টা) পরীক্ষা হবে। আগের মতোই সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে।
পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষাকেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ স্কুলে হবে না। পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসনবিন্যাস করতে হবে।