জেএসসি ও জেডিসি পরীক্ষা আর অনুষ্ঠিত হবে না

জুনিয়র স্কুল সার্টিফিকেট(জেএসসি) পরীক্ষা এখন থেকে অনুষ্ঠিত হবে না। নতুন কারিকুলাম অনুযায়ি জেএসসি ও জেডিসি পরীক্ষা না নেওয়ার বিষয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন।

আজ সোমবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি মাধ্যমিক-২) শাখা থেকে দেওয়া এক পত্রে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১ অনুযায়ী জেএসসি ও জেডিসি পাবলিক/বোর্ড পরীক্ষা গ্রহণের ব্যবস্থা রাখা হয়নি। বিধায় ২০২২ ও ২০২৩ এবং তৎপরবর্তী সময়ে জুনিয়ার স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকে(জেডিসি) পরীক্ষা বাদ দেওয়ার বিষয় বিবেচনা করতে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রী বরাবরে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই প্রস্তাব অনুমোদন দিয়েছেন। ফলে এখন থেকে আর জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও গত তিন বছর ধরে আর হচ্ছে না। কিন্তু বিদায়ী বছরের শেষ পর্যায়ে আকস্মিকভাবেই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ওপর প্রাথমিক বৃত্তি পরীক্ষা চাপিয়ে দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে সমালোচনা চলছে।