৩৬তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হয়েছে গত (১৭ অক্টোবর) মঙ্গলবার। আর ৩৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলও চলতি মাসেই প্রকাশ করা হবে। ইতোমধ্যে ৩৭মত বিসিএসের পরীক্ষার খাতা মূল্যায়ন ও ফলাফল তৈরির কাজ চূড়ান্ত পর্যায়ে বলেও জানা গেছে।
৩৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল ঠিক কবে প্রকাশ করা হবে এ বিষয়ে জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক বলেন, চলতি মাসের যেকোনো দিন ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। এই অক্টোবর মাসেই ফল প্রকাশ করার লক্ষে আমরা কাজ করছি।
প্রসঙ্গত, গত বছরের পহেলা নভেম্বর ৩৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এদিকে, গত মঙ্গলবার ৩৬তম বিসিএসের ২ হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ সময় : ১৮১২ ঘণ্টা, ১৯ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ