রাজধানীর নীলক্ষেতে সাত কলেজের শিক্ষার্থীদের অবরোধ

রাজধানীর নীলক্ষেত মোড়ে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেওয়ার দাবিতে অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পূর্বঘোষিত এই অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।

নীলক্ষেত মোড়ে অবস্থান শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সেশনজট দূর করার জন্য তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আনা হলেও পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে দীর্ঘসূত্রিতা থেকে গেছে।

ঢাকা কলেজের ম্যানেজমেন্ট বিভাগের এমবিএর শিক্ষার্থী নাজমুল হোসেন বলেন, আমাদের সেশনের পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা সবাই তাদের এমবিএ শেষ করে ফেলেছে।

কিন্তু আমরা এখনও ক্লাস-পরীক্ষায় কিছুই ঠিকমতো পাচ্ছি না। এর দায়ভার কে নেবে? আমাদের বিভিন্ন বর্ষের পরীক্ষা চলমান রয়েছে। কিন্তু গতকাল হুট করে সব বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা এ সিদ্ধান্ত মানি না।

Scroll to Top