এনএস কলেজ ক্যাম্পাস থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার

আজ নাটোর নবাব সিরাজ-উদ দৌলা সরকারি কলেজের (এনএস) একাডেমিক ভবনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেডটি বর্তমানে পানিতে চুবিয়ে রাখা হয়েছে।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসনাত হ্যান্ড গ্রেনেড উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নাটোর এনএস সরকারি কলেজের একাডেমিক ভবনের উন্নয়ন কাজ চলছে। শনিবার সন্ধ্যার আগে মাটি কাটার সময় হ্যান্ড গ্রেনেডটি শ্রমিকদের নজরে পড়ে। এসময় স্থানীয়রা পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া হ্যান্ড গ্রেনেডটি পানিতে চুবিয়ে বিপদমুক্ত করে। পরে হ্যান্ড গ্রেনেডটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ইতোমধ্যে রাজশাহী বোম ডিসপোজাল গ্রুপকে অবহিত করা হয়েছে। তারা এসে হ্যান্ড গ্রেনেডটি নিষ্ক্রীয় করবে বলে জানান তিনি।

এদিকে স্থানীয় প্রবীন ব্যক্তিরা জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এনএস কলেজে পাক সেনাদের ক্যাম্প ছিল। তারা ধারণা করছেন হ্যান্ড গ্রেনেডটি সেই সময়ের।

Scroll to Top