প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণরোধে সরকারের কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতনের মোট ৫ লাখ টাকার অনুদান দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসক শাহিদা সুলতানার হাতে অনুদানের চেক তুলে দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ড. মোঃ শাহজাহান।
এ সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক এসএম গোলাম হায়দার, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মিকাইল ইসলাম টুটুল, কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম হীরা, সাধারন সম্পাদক মোঃ ওয়ালিদ মিয়া, কর্মচারী পরিষদের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারন সম্পাদক বিএম আশিক, ষ্টোর অফিসার সাইফুল্লাহ রাজু উপস্থিত ছিলেন।