জবি খুলছে রোববার

দুর্গাপূজা, আশুরা ও লক্ষ্মীপূজা উপলক্ষে দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে রোববার (৮ অক্টোবর) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গত মাসের ২৭ তারিখ এ ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর সূত্রে জানা যায়, দুর্গাপূজা ও মহররম (আশুরা) উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর (বুধবার) থেকে ১ অক্টোবর (রবিবার) পর্যন্ত এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ৫ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় ও প্রশাসনিক দপ্তর বন্ধ ঘোষণা করা হয়।

তবে ৬ ও ৭ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় এই দুইদিনও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে।

৮ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় কার্যক্রম, ক্লাস-পরীক্ষা ও সকল প্রশাসনিক দপ্তর খোলা থাকবে।

বাংলাদেশ সময় : ১৩৪৩ ঘণ্টা, ০৭ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top