বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ঢাবি ৮০১, এশিয়ায় ১২৭তম

ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে যৌথভাবে ৮০১তম স্থানে রয়েছে। অপরদিকে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২৭তম স্থান অর্জন করেছে।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান কিউএসের সাম্প্রতিক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সার্বিক মান বিবেচনায় যুক্তরাজ্যভিত্তিক এ প্রতিষ্ঠানটি র‌্যাঙ্কিং মূল্যায়ন করে থাকে।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার গুণগত মান ও ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ের অবস্থান বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা সচেতন রয়েছে এবং শিক্ষার গুণগত মান ও র‌্যাঙ্কিং উন্নয়নে প্রয়াস অব্যাহত রেখেছে।

যুক্তরাজ্যভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান ‘টাইমস হায়ার এডুকেশন’ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ওপর সম্প্রতি একটি জরিপ প্রকাশিত হয়। এ জরিপে এশিয়ার ৪১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান না থাকার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

লেটেস্টবিডিনিউজ/কেএস

Scroll to Top