দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর র্যাংকিং করা হয়েছে। ২০১৯ সালে করা র্যাংকিংয়ে শীর্ষস্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। দ্বিতীয় স্থানে ব্র্যাক ইউনিভার্সিটি ও তৃতীয় স্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের যৌথ উদ্যোগে ওই র্যাংকিং করার উদ্দেশ্যে একটি গবেষণা পরিচালনা করা হয়। ওই গবেষণাটি পরিচালনা করেছে ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড। র্যাংকিংয়ে সেরা ২০ বিশ্ববিদ্যালয় হলো :
১. নর্থ সাউথ ইউনিভার্সিটি (স্কোর: ৭৭.১১)
২. ব্র্যাক ইউনিভার্সিটি (স্কোর: ৭৫.৬৩)
৩. ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (স্কোর: ৭১.১৭)
৪. ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (স্কোর: ৭০.২১)
৫. আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (স্কোর: ৬৮.০০)
৬. আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (স্কোর: ৬৫.১৫)
৭. ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (স্কোর: ৬৫.১৪)
৮. ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (স্কোর: ৬৫.১২)
৯. ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (স্কোর: ৬৩.৬৮)
১০. দ্য ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (স্কোর: ৬০.২৮)
১১. ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) (স্কোর: ৫৯.০৩)
১২. সাউথইস্ট ইউনিভার্সিটি (স্কোর: ৫৬.৯৬)
১৩. স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি (স্কোর: ৫৬.৫৫)
১৪. বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) (স্কোর: ৫৪.৪২)
১৫. ইস্টার্ন ইউনিভার্সিটি (স্কোর: ৫৩.৪৪)
১৬. নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (স্কোর: ৫২.৩৮)
১৭. ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) (স্কোর: ৫১.৮০)
১৮. ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) (স্কোর: ৪৯.৯৪)
১৯. গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি) (স্কোর: ৪৯.৫৯)
২০. মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) (স্কোর: ৪৯.৫১)