গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগের পাঁচ শিক্ষকের বিরুদ্ধে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের দুই তদন্ত কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটসভায় এই পৃথক দুই তদন্ত কমিটি গঠন করা হয়।
অভিযুক্ত শিক্ষকদের মধ্যে ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের তিন সহকারী অধ্যাপক হলেন, মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, নুসরাত জাহান ও তার স্বামী একই বিভাগের রুহুল আমিন। এ ছাড়াও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান ও অপরাধবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহফুজুল হক মারজানের বিরুদ্ধেও গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ