চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক শূন্য ৩ শতাংশ হারে। এই সময়ে দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৪১ কোটি ডলার। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯৫ কোটি ডলার বেশি। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য জানা দেয়া হয়েছে।
প্রতিবেদনে দেখা যায়, গেল ফেব্রুয়ারি মাসে অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ও ডাচ বাংলা ব্যাংকে ২৮ কোটি ৮ লাখ মার্কিন ডলার পাঠিয়েছে প্রবাসীরা। এরমধ্যে অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১১ কোটি, জনতা ব্যাংকে ৭ কোটি, রূপালী ব্যাংকে ১ কোটি ৪৮ লাখ, সোনালী ব্যাংকে ৮ কোটি এবং বেসিক ব্যাংকে এসেছে ৬০ লাখ ডলার। এদিকে রাষ্ট্রায়ত্ব বিশেষায়িত কৃষি ব্যাংকে এসেছে ১৫ কোটি ডলার।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এম সিরাজুল ইসলাম বলেন, \’বাংলাদেশ ব্যাংক প্রবাসী বাংলাদেশিদের বৈধ উপায়ে দেশে টাকা প্রেরণে উৎসাহিত করার যথাযথ পদক্ষেপ নেয়ায় এটা সম্ভব হয়েছে।\’
দেশে রেমিট্যান্সের গতি ঊর্ধ্বমুখী জানিয়ে সিরাজুল ইসলাম আরও বলেন, \’সাম্প্রতিক কালে রেমিট্যান্স ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।\’ সেই সঙ্গে আগামী মাসগুলোতেও রেমিট্যান্সের এই গতি অব্যাহত থাকবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র।