ফেইসবুক-ইউটিউবে বিজ্ঞাপনে ১৫% ভ্যাট

ফেইসবুক ও ইউটিউবে বাংলাদেশ থেকে যেসব বিজ্ঞাপন দেয়া হয়, তা থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট কেটে নেবে সরকার। সম্প্রতি হাইকোর্টের এক আদেশে গুগল, ফেইসবুক ও ইউটিউবের মতো ওয়েবসাইটে, বাংলাদেশ থেকে দেয়া বিজ্ঞাপনের লেনদেন থেকে রাজস্ব আদায়ের নির্দেশ দেয়া হয়।

গত ২২শে জানুয়ারি ভ্যাট আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দেয় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। ওই চিঠি যথাযথভাবে অনুসরণ করতে সোমবার সব ব্যাংকের প্রধান নির্বাহীদের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জাতীয় রাজস্ব বোর্ডের পাঠানো ওই চিঠিতে বলা হয়, ফেইসবুক ও ইউটিউব এর মতো ইন্টারনেট যোগাযোগ ব্যবহার করে বিজ্ঞাপনদাতারা যে মাধ্যমে অর্থ পরিশোধ করেন তা থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট কেটে সরকারি কোষাগারে জমা করতে বলা হয়েছে ব্যাংকগুলোকে।

\’বাংলাদেশের ভৌগলিক সীমানার বাহির হতে সেবা সরবরাহের ক্ষেত্রে সেবা গ্রহণকারীর নিকট থেকে মূসক আদায় নিশ্চিতিকরণ\’ শিরোনামে বাংলাদেশ ব্যাংকের গভর্নের কাছে চিঠি পাঠায় জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর।

চিঠিতে বলা হয়, \’মূল্য সংযোজন কর আইন ১৯৯১ এর ধারা ৩ এর উপধারা (৩) এর দফা (ঘ) অনুযায়ী বাংলাদেশের ভৌগলিক সীমার বাইরে থেকে সেবা (যেমন- রয়্যালিটি, বিভিন্ন ইন্টারনেট সার্ভিস, সেইসবুক,ইউটিউব ও এ সকল মাধ্যম ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার ইত্যাদি) সরবরাহের ক্ষেত্রে সেবা গ্রহণকারীর কাছ থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট (মূসক) আদায়যোগ্য।

বাংলাদেশের ভৌগোলিক সীমার বাইরে ভার্চুয়াল জগতে বিজ্ঞাপন থেকে এতদিন সরকার কোনও শুল্ক আদায় করেনি।

Scroll to Top