নতুন সরকারের প্রথম একনেক (জতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ১ হাজার ৮৯৩ কোটি টাকা ব্যয়ে ৮ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ৮ প্রকল্পের অনুমোদনের মধ্যে দিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হলো। আমরা উন্ময়নের তীর্থযাত্রা শুরু করলাম। আমাদের মূল উদ্দেশ্য দেশের উন্নয়ন করা। উন্নয়নের গতি আরো বাড়াতে চাই। এখন প্রবৃদ্ধি ৭ দশমিক ৮৬ শতাংশ, এটাকে আমরা ৮ ও ৯ শতাংশ নিয়ে যাব।
তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী অত্যন্ত অভিজ্ঞ, আমার বিশ্বাস তার নেতৃত্বে দেশ আরো এগিয়ে যাবে।