হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব ও মুসলমানদের পবিত্র আশুরা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে থেকে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম সাত দিন বন্ধ থাকবে। তবে বন্দর দিয়ে লোকজনের যাওয়া-আসা স্বাভাবিক থাকবে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুর রহমান লিটন সংবাদমাধ্যমকে জানান, ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।
তবে এ সময় বন্দর দিয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই দেশের মধ্যে লোকজনের যাওয়া-আসা স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব হোসেন।
বাংলাদেশ সময় : ১৬৫৪ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ