চালে প্লাস্টিক বস্তা ব্যবহার করা যাবে: বাণিজ্যমন্ত্রী

চাল ব্যবসায়ীরা চটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ের খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত চাল ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানান।

সরকারের এ সিদ্ধান্তে প্রতি কেজি চালের দাম ১ থেকে ২ টাকা কমবে বলে মনে করেন ব্যবসায়ীরা।

বৈঠকে সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, খাদ্য সচিব মোহাম্মদ কায়কোবাদ ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবিদ হাসান।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক লায়েক আলী, অপর গ্রুপের খোরশেদ আলম খান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানসহ বিভিন্ন চাল আমদানিকারক প্রতিষ্ঠানের নেতারা।

বাণিজ্যমন্ত্রী বলেন, চালের বাজার পরিস্থিতি বিবেচনা করে আমদানিকারক ও সরবরাহ পর্যায়ে চটের ব্যাগের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা যাবে। চটের বস্তায় চাল আমদানির সরকারি বাধ্যবাধকতার সিদ্ধান্ত অব্যাহতি দেওয়া হলো।

সরকারের এ সিদ্ধান্তকে চালের দাম কমার জন্য ইতিবাচক মনে করেন ব্যবসায়ীরা।

সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, এর ফলে প্রতি কেজিতে চালের দাম ১/২ টাকা কমবে।

বৈঠকে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম জানান, বুধবার থেকে উপজেলা পর্যায়ে ওএমএস চালু হবে। এ কারণে খাদ্যবান্ধব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৫২৬ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ