সোনার দাম এক বছরে সর্বোচ্চ

ভবিষ্যত সরবরাহের চুক্তিতে সোনার দাম বেড়ে এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
৬ সেপ্টেম্বর বুধবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (৩১.১০৩ গ্রাম) সোনা বিক্রি হয়েছে ১ হাজার ৩৩৮ মার্কিন ডলারে। গত জুলাইয়ে আউন্সপ্রতি সোনার দাম ছিল ১ হাজার ২০০ ডলারের কিছু বেশি।

এদিকে গত বছরের সেপ্টেম্বরে প্রতি আউন্স সোনার দাম ১ হাজার ৩০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে আবার সর্বোচ্চ পর্যায়ে উঠেছে মূল্যবান এ ধাতুর দাম।

সর্বশেষ গত ১৩ আগস্ট দেশের বাজারে সোনার দাম বেড়েছে। সে সময় প্রতি ভরি সোনার দাম মানভেদে সর্বোচ্চ ১ হাজার ৫১৬ টাকা পর্যন্ত বৃদ্ধি করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিশ্ববাজারের প্রভাবের কারণেই সোনার দাম বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করেন।
গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফা মূল্যবৃদ্ধির পর গত ৮ মে সোনার ভরি ১ হাজার ১৬৭ টাকা পর্যন্ত কমিয়েছিল সমিতি।

বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে ৪০ হাজার ৮২৪ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হচ্ছে ২৬ হাজার ২৪৪ টাকায়।

বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, ৭ সেপ্টেম্বর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top