২ ও ৫ টাকার নোট কমাচ্ছে বাংলাদেশ ব্যাংক

বাজারে ২ ও ৫ টাকার নোট কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই ২টি নোট উত্তোলনে এখন থেকে নির্দিষ্ট সীমা মানতে হবে। বুধবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ওই প্রজ্ঞাপনে বলা হয়, এখন থেকে কোনও ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে দুই ও পাঁচ টাকার কাগজের নোট নিতে চাইলে আগে ৮০ ভাগ কয়েন নিতে হবে। এরপর বাকি ২০ ভাগ নেওয়া যাবে কাগজের নোট।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্টের মহাব্যবস্থাপক সুলতান মাসুদ আহমেদ স্বাক্ষরিত ওই সার্কুলারটি সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ বলেন, ‘কাগজের মুদ্রা বাজারে থাকলেও বেশির ভাগ ধাতব মুদ্রার সার্কুলেশন (বাজারে) না থেকে বাংলাদেশ ব্যাংকের ভল্টে পড়ে রয়েছে। ভল্টে বিপুল পরিমাণ কয়েন জমা হওয়ায় স্থান সংকুলান হচ্ছে না। এখন সেগুলো রাখার মতো জায়গাও নেই। এ কারণে কাগজের মুদ্রার তুলনায় ধাতব মুদ্রা বেশি নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।’

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি

Scroll to Top