আগস্টে কমেছে মূল্যস্ফীতি

মূল্যস্ফীতি কিছুটা কমতে শুরু করেছে। আগস্ট মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশ। যা জুলাই মাসে ছিল ১১ দশমিক ৬৬ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে হয়েছে ১১ দশমিক ৩৬ শতাংশ। যেটি তার আগের মাসে ছিল ১৪ দশমিক ১০ শতাংশ।

তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি বেড়ে হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ। জুলাইয়ে এসব খাতে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ। এসব তথ্য প্রকাশ করেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস।

জুলাই মাসের তুলনায় খাবারের দাম কমেছে আড়াই শতাংশের বেশি। খাদ্য মূল্যস্ফীতির এই হারের অর্থ হলো খাদ্যপণ্য কিনতে দেশের মানুষকে আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৩৬ শতাংশ অর্থ বেশি খরচ করতে হচ্ছে। অর্থাৎ যে খাদ্যপণ্য কিনতে আগে ১০০ টাকা খরচ হতো, সেই একই পরিমাণ পণ্য কিনতে জুলাই মাসে ১১১ টাকা ৩৬ পয়সা খরচ করতে হয়েছে।

বিবিএসের হিসাব বলছে, আগস্টে কিছুটা বেড়েছে মজুরির হার।

Scroll to Top