বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিতে আগ্রহী সূর্যোদয়ের দেশ জাপান। এক্ষেত্রে কৃষি ও নির্মাণ খাতের পাশাপাশি হোমকেয়ারকে অগ্রাধিকার দিতে চায় বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশটি।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এই তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এর আগে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির সঙ্গে বৈঠক করেন তিনি।
বৈঠকে কীভাবে দক্ষতা বৃদ্ধি করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায়, তারই নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরে দেশে প্রবাসী আয় আসা শীর্ষ ৩০ দেশের মধ্যে জাপানের অবস্থান ২২তম। গত অর্থবছর ২ হাজার ৩৯১ কোটি ৫৩ লাখ ডলারের যে প্রবাসী আয় এসেছে, তার মধ্যে জাপান থেকে এসেছে ৭ কোটি ৬৬ লাখ ডলার। এর আগের অর্থবছরে এসেছিল ১১ কোটি ৩০ লাখ ডলার। ওই অর্থছরে দেশে প্রবাসী আয় পাঠানো শীর্ষ ৩০ দেশের মধ্যে জাপানের অবস্থান ছিল ১৯তম।
১৯৭৬ থেকে গতবছর পর্যন্ত বৈদেশিক শ্রমবাজার চিত্র তুলে ধরা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্যমতে, ২০২৩ সাল পর্যন্ত জাপানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন ৩ হাজার ৭০৭ জন বাংলাদেশি কর্মী। বৈদেশিক শ্রমবাজারের হিসাবে যা মাত্র ০.০২ শতাংশ।