সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মাধ্যমে দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ২৭৭ কোটি টাকা।
সোমবার (৮ জুলাই) চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের প্রথম ঘণ্টায় (সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ১৩ দশমিক ১২ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ৩১ দশমিক ৯৩ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জ
ডিএসইর তথ্য মতে, সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৩ দশমিক ১২ পয়েন্ট ও ডিএসইএস সূচক ২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৭২ দশমিক ০৬ পয়েন্টে ও ১ হাজার ২১৭ দশমিক ০৪ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক শূন্য দশমিক ৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৩ দশমিক ৮০ পয়েন্টে।
এ সময় ডিএসইতে ৩৮৭টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৮২টির কোম্পানির শেয়ারের, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৭টি।
এছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৩১ দশমিক ৯৩ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৬ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৫ হাজার ৭৪৪ দশমিক ৯৫ পয়েন্টে ও ৯ হাজার ৪৭৬ দশমিক ৫৮ পয়েন্টে।
আর সিএসআই সূচক ২ দশমিক ৪৪ পয়েন্ট ও সিএসই-৫০ সূচক ১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১ হাজার ৩২ দশমিক ৪৯ পয়েন্ট ও ১ হাজার ১২৬ দশমিক ৩০ পয়েন্টে। তবে সিএসই-৩০ সূচক কমেছে ৬ দশমিক ৯০ পয়েন্ট। সূচক অবস্থান করছে ১২ হাজার ২৫৮ দশমিক ৪৮ পয়েন্টে।
এ সময় লেনদেন হয়েছে ৭৭ লাখ ৬৮ হাজার টাকার।
লেনদেন হওয়া ৭৯ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৫টি কোম্পানি শেয়ারের, কমেছে ৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির।