madaripur

মাদারীপুর পৌরসভার ১৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

মাদারীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ জুন) দুপুরে পৌরসভার হলরুমে এই বাজেটের ঘোষণা করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ।

পৌরসভার ১৪৯তম বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১৩৮ কোটি ৫০ লাখ ৭ হাজার ৭৩৭ টাকা। ১৩৮ কোটি ৭ লাখ টাকা ব্যয় দেখানো হয়। আর উদ্বৃত্ত ৪৩ লাখ ৭ হাজার ৭৩৭ টাকা রাখা হয়েছে। গত অর্থবছরে এই বাজেটের পরিমাণ ছিল ১১৯ কোটি ৫৭ লাখ ২১ হাজার ৯৫১ টাকা।

নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে বনায়ন, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন ধরা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, পৌরসভার সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, মাদারীপুর সচেতন নাগরিক কমিটির সদস্য ও কাউন্সিলরসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ।

প্রসঙ্গত, ১৪ দশমিক ৫ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত হয় মাদারীপুর পৌরসভা। ৯টি ওয়ার্ডে ৩৩টি পাড়া-মহল্লার ২৮ হাজার পরিবারে মোট জনসংখ্যা দুই লাখ।

Scroll to Top