চলতি ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাবে দেশের মানুষের মাথাপিছু আয় এক বছরে ৩৫ ডলার বেড়ে দাঁড়িয়েছে ২হাজার ৭৮৪ ডলারে।
সোমবার (২০ মে) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাময়িকী তথ্য প্রকাশ করে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
সংস্থাটি বলছে, চলতি অর্থবছর শেষ হতে আর কিছুদিন বাকি। চলতি ২০২৩-২৪ অর্থবছরের সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি আগের বছরের তুলনায় কিছুটা বেড়ে ৫.৮২ শতাংশে দাঁড়িয়েছে। যা আগের ২০২২-২৩ অর্থবছরে ছিল ৫.৭৮ শতাংশ।
এছাড়া চলতি অর্থবছরে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৭৮৪ ডলার হয়েছে, যা গত অর্থবছরে ছিল ২ হাজার ৭৪৯ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে ৩৫ ডলার বেড়েছে।
আর বর্তমানে টাকার হিসেবে বার্ষিক মাথাপিছু আয় ৩ লাখ ৬ হাজার ১৪৪; যা গত অর্থবছরে ছিল ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা।