বৃহস্পতিবার (১৬ মে) আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানি পশুর চাহিদা, সরবরাহ এবং অবাধ পরিবহন নিশ্চিতকল্পে প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।
প্রাণিসম্পদ অধিদফতর জানায়, এবার কোরবানিযোগ্য গবাদিপশুর সর্বোচ্চ সম্ভাব্য চাহিদা ১ কোটি ৭ লাখ ২ হাজার ৩৯৪টি। চাহিদার তুলনায় এ বছর গবাদিপশুর উদ্বৃত্তের সংখ্যা ২২ লাখ ৭৭ হাজার ৯৭৩টি।
এবার কোরবানিতে ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি গবাদিপশু প্রস্তুত রয়েছে উল্লেখ করে প্রাণিসম্পদ আরও জানায়, এর মধ্যে গরু-মহিষ রয়েছে ৫৩ লাখ ৬০ হাজার ৭৯৬টি। এ ছাড়া ছাগল ও ভেড়া রয়েছে ৭৬ লাখ ১৭ হাজার ৮০১টি। আর উটসহ কোরবানিযোগ্য অন্যান্য পশু রয়েছে ১ হাজার ৮৫০টি।
প্রাণিসম্পদ অধিফতর জানায়, গত বছর ঢাকা সিটি করপোরেশনসহ সারা দেশে জবাইকৃত গবাদিপশুর সংখ্যা ছিল ১ কোটি ৪১ হাজার ৮১২টি।
চাঁদ দেখা সাপেক্ষ আগামী ১৬ অথবা ১৭ জুন সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।