শেয়ারবাজারে লেনদেনে গতি ফিরলেও বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না। সূচক ও লেনদেন বৃদ্ধির পরও বাজার ছাড়ছেন অনেকে। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৫ হাজার ৩৫৫ জন বিনিয়োগকারী তাদের হাতে থাকা সব শেয়ার বিক্রি করে দিয়েছেন।
বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে শেয়ার ধারণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।
গত সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ার শূন্য বিও হিসাবের সংখ্যা ছিল ৩ লাখ ৬৯ হাজার ৩৯৫। সপ্তাহ শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৪ হাজার ৭৫০টিতে। অর্থাৎ সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৫ হাজার ৩৫৫ জন সব শেয়ার বিক্রি করে দিয়েছেন। যেসব বিওতে শেয়ার থাকে, সেগুলোকেই মূলত সক্রিয় বিও হিসাব বিবেচনা করা হয়।
সাধারণত দেখা যায়, সূচক ঊর্ধ্বমুখী ধারায় থাকলে বাজারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। কিন্তু কয়েক মাস ধরে বাজারে দরপতন অব্যাহত থাকায় শেয়ারবাজার ছেড়ে যাওয়া বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে।