যে কারণে মুজিবনগরে ব্যাংক বন্ধ আজ

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্‌যাপন উপলক্ষে আজ বুধবার (১৭ এপ্রিল) মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সকল ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে বলা হয়, সরকারি ছুটি ঘোষিত হওয়ায় মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষ্যে মুজিবনগর উপজেলায় ব্যাংকের সব শাখা, উপশাখা আজ ১৭ এপ্রিল বুধবার বন্ধ থাকবে।

 

মুজিবনগর উপজেলায় ব্যাংক বন্ধ থাকলেও দেশের অন্য জেলা-উপজেলায় ব্যাংকের শাখা যথারীতি চালু থাকবে।

এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৮ এপ্রিলের প্রজ্ঞাপন অনুযায়ী ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্‌যাপন উপলক্ষে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় ১৭ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সরকারি ছুটি ঘোষিত হওয়ায় ওই এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের সকল শাখা ও উপশাখা আজ বন্ধ রাখা হয়েছে। তবে মুজিবনগর উপজেলায় ব্যাংক বন্ধ থাকলেও দেশের অন্য জেলা-উপজেলায় ব্যাংকের শাখা যথারীতি চালু রয়েছে।

এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Scroll to Top