ডলারের সম্ভাব্য সংকট মাথায় রেখে বেশ কিছু ব্যাংক ডলার মজুদ করেছে। অন্য দিকে এ সব ব্যাংকে তৈরি হয়েছে নগদ টাকা সংকট।
আবার কোনো ব্যাংকের কাছে বাড়তি নগদ টাকা রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের সুবিধা দিতে কারেন্সি সোয়াপ ফ্রেমওয়ার্কের দিকে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক।
গত বুধবার (৩১ জানুয়ারি) ব্যাংকার্স সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের এমনটাই জানান।
এমন পদ্ধতিতে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকে ডলার রেখে টাকা নিতে পারবে। সংকট মিটে গেলে ওই ব্যাংক টাকা বাংলাদেশ ব্যাংকে ফেরত দিয়ে ডলার ফেরত নিতে পারবে। এমন পদ্ধতি শিগরই চালু করবে কেন্দ্রীয় ব্যাংক।