ডলার সংকটের মধ্যে ধারাবাহিকভাবে কমছে প্রবাসী আয়। তবে চলতি ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা ৭৩ কোটি ৯৯ লাখ ৮০ হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা ধরে যার পরিমাণ দাঁড়িয়েছে ৮ হাজার ১০২ কোটি ৭৮ লাখ টাকা। গড়ে প্রতিদিন এই ১৫ দিনে এসেছে ৪ কোটি ৯৩ লাখ ৩২ হাজার মার্কিন ডলার প্রবাসী আয়।
আজ রোববার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে রাষ্ট্রায়ত্ত ৬ কোটি ৬৪ লাখ মার্কিন ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এই সময়ে দেশে ১ কোটি ৯৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়াও অন্যান্য বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৫ দিনে সর্বমোট ৬৫ কোটি ৭ লাখ ১০ হাজার রেমিট্যান্স দেশে এসেছে।
এদিকে, চলতি সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনে বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
এর আগে গত আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। তারও আগে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার। এই হিসাবে এক মাসের ব্যবধানে ৩৭ কোটি ৩৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স কমেছিল।