রেকর্ড দামের পর দেশীয় বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। এক বার ((১১.৬৬৪ গ্রাম) উন্নতমানের সোনা এখন এক হাজার ৭৫১ টাকা কম। একটি মানসম্মত (২২ ক্যারেট) সোনার পিস এর দাম ৯৯ হাজার ২৭ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মতে, স্থানীয় বাজারে তজবি সোনার (হার্ড গোল্ড) দাম কম হওয়াই এই দাম কমার কারণ।
আজ শুক্রবার থেকে এই নতুন মূল্য কার্যকর হচ্ছে।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে ৯৪ হাজার ৫৯৫ টাকা করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৩৯৯ টাকা কমিয়ে ৮১ হাজার ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৬৭ হাজার ৫৩৫ টাকা করা হয়েছে।
তবে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম ভরি এক হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।