এক দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে ২০০ টাকা কমেছে। শনিবার যে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হয়েছিল ৫০০ টাকায়, আজ রোববার তা কমে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ বাড়ায় কমেছে দাম।
এ তথ্য আজ বিকালে সরেজমিন হিলি বাজারে গিয়ে জানা গেছে।
এর আগে ঈদের আগে হিলি বাজারে কাঁচা মরিচ বিক্রি হয়েছিল ২০০ টাকা কেজি দরে। ঈদে এমন দাম বাড়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষরা।
সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, অনেক জায়গায় বৃষ্টি হওয়ায় কাঁচা মরিচের দাম বেড়েছে। ঈদের আগে দাম একটু বাড়লেও ঈদের পর থেকে দাম তর তর করে বেড়ে চলেছে।
তিনি জানান, শনিবার ৫০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হয়েছে। আজ সরবরাহ একটু বাড়ায় দামটা কিছুটা কমেছে। আজকে বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি দরে।
সজিব নামের এক ক্রেতা বলেন, বাজারের অস্থিরতায় আমাদের টেকা মুশকিল হয়ে পড়েছে। মাছ-মাংসের চেয়ে এখন কাঁচা মরিচের দাম বেমি। ঈদের আগে ২০০ টাকা কেজি কিনলেও ঈদের পর ৫০০ টাকা কেজি। আবার আজকে কিনলাম ৩৫০ টাকা কেজি দরে।