খুচরা বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা কমানো হয়েছে। একইসাথে প্রতি লিটারে ২ টাকা কমেছে পামঅয়েলের দাম।
আজ রোববার (১১ জুন) তেলের দাম কমানোর বিষয়টি জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। আজকে থেকেই এই দাম কার্যকর করা হচ্ছে বলেও জানান তিনি।
এর আগে চলতি বছরের ৪ মে সয়াবিন তেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানো হয়। ভোজ্যতেল আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতি গত ৩০ এপ্রিল শেষ হওয়ায় বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্যারিফ কমিশন এই সিদ্ধান্তের কথা জানায়।
সেসময় মূল্য তালিকা অনুযায়ী, খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা ও বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়ায় প্রতি লিটার ১৯৯ টাকা। এছাড়া খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয় ১৩৫ টাকা।