বন্দর থেকে ছাড়পত্র পেয়ে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ আসতে শুরু করেছে রাজধানীর পাইকারি বাজারগুলোতে। প্রায় সাড়ে আট হাজার মেট্রিক টন পেঁয়াজ গত তিন দিনে বাজারে এসেছে। এতে পেঁয়াজের ব্যাপক দরপতন হয়েছে রাজধানীর বিভিন্ন পাইকারি বাজারে।
সরেজমিন দেখা যায়, এক সপ্তাহ আগে পাইকারিতে ৯০-৯৫ টাকায় বিক্রি হলেও এখন দেশি পেঁয়াজ কেজিতে ৩০-৩৫ টাকা কমেছে। দুই দিনের ব্যবধানে আমদানি করা পেঁয়াজ কেজিতে ১৫ টাকা কমে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে খুচরা বাজারে এখনও সেভাবে আমদানি করা পেঁয়াজ পৌঁছায়নি। কিছু কিছু বাজারে সরবরাহ থাকলেও এসব পেঁয়াজ কেজি প্রতি ৬৫-৭০ টাকা ও দেশি পেঁয়াজ ৭৫-৮৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
পাইকাররা বলছেন, গত দুই দিনে পাইকারি বাজারে প্রচুর ভারতীয় পেঁয়াজ ঢুকেছে। খুচরা ব্যবসায়ীদের কাছে আগের কেনা দেশি পেঁয়াজ থাকায় তারাও ভারতীয় পেঁয়াজ কিনছে না। তবে কিছু কিছু বাজারে আমদানি করা পেঁয়াজ যাচ্ছে। এতে মসলাজাত পণ্যটির দাম অনেক কমেছে। সরবরাহ বাড়লে এর দাম আরও কমে আসবে।
শ্যামবাজারের নূর বিতানের স্বত্বাধিকারী রাকিব হোসেন দেশের একটি শীর্ষ স্থানীয় পত্রিকাকে বলেন, ‘প্রথম দিনে আমদানি করা কিছু পেঁয়াজ বাজারে এসেছে। সময়ের সঙ্গে তা আরও বাড়বে। এতে দেশি পেঁয়াজের দাম কমেছে। পাশাপাশি কমছে ভারতীয় পেঁয়াজের দামও। সরবরাহ বাড়লে আগামী এক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম আরও কমে আসবে।’
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা যায়, আমদানি করা পেঁয়াজের কেজি ৬০ টাকা করে বিক্রি করছে ব্যবসায়ীরা। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০-৬৫ টাকায়। কেউ কেউ আবার ৭০ টাকা করেও বিক্রি করছে।
ব্যবসায়ী ময়না মিয়া ওই পত্রিকাকে বলেন, ‘দুই দিনে পেঁয়াজের কেজি ৩০ টাকার বেশি কমেছে। তিন দিন আগেও দেশি পেঁয়াজ বিক্রি করেছি কেজিপ্রতি ৮৫-৯০ টাকায়। আজ বিক্রি করতে হচ্ছে ৬০-৬৪ টাকায়। ভারতীয় পেঁয়াজ বিক্রি করছি ৫৮-৬০ টাকা করে। তবে আমাদের এখানে দাম কমলেও খুচরা ব্যবসায়ীরা আগের দামে বিক্রি করছে।’
সংশ্লিষ্টরা জানান, গত মাসে কেজিপ্রতি দেশি পেঁয়াজ ৯০ থেকে ১০৫ টাকা পর্যন্ত বিক্রি হয়। বাজার নিয়ন্ত্রণে সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিলে দামের পরিবর্তন হতে থাকে। ১০০ টাকা থেকে পেঁয়াজের দাম দ্রুতই নেমে আসে ৬০-৬৫ টাকায়।
আজ শান্তিনগর ও বাড্ডা বাজারের দুই-একটি দোকানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়। বাড্ডা বাজারের মা স্টোরের বিক্রেতা ফাহিম ওই পত্রিকাকে বলেন, ‘দাম কম হওয়ায় দেশি পেঁয়াজের চেয়ে ভারতীয় পেঁয়াজের চাহিদা বেশি। ভারতীয় পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি করছি ৭০ টাকা করে। দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি করছি। যেসব দোকানির কাছে পাবনার বড় পেঁয়াজে আছে তারা ৮৫ টাকায় বিক্রি করছে।’
প্রসঙ্গত, পেঁয়াজ উৎপাদন করে কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য গত ১৫ মার্চ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি বন্ধ রাখা হয়েছিল। আর এ সুযোগ কাজে লাগিয়ে বেপরোয়া হয়ে উঠে ব্যবসায়ীরা। এতে অস্বাভাবিক ভাবে বেড়ে যায় পেঁয়াজের দাম। সরকারের পক্ষে কঠিন হয়ে পড়ে ভোক্তার স্বার্থ রক্ষা।
ফলে বাজার স্বাভাবিক রাখতে পেঁয়াজ আমদানির অনুমোদন দেয় কৃষি মন্ত্রণালয়। গত মঙ্গলবার পর্যন্ত চার লাখ ৩৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এছাড়া বুধবার আরও ৪০ হাজার মেট্রিক টন ও প্রথম দিন (সোমবার) দুই লাখ ৮০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়।