তরমুজ পাইকারির চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে

ভ্যাপসা গরমে স্বস্তিদায়ক ফল হিসেবে তরমুজের জুড়ি নেই। গরম এলেই তরমুজের চাহিদা বাড়ে। রাজধানীর মার্কেটগুলোতে দেখা যায়, পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে তরমুজ দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। কেউ কেউ বিক্রি করেছন কেজি দরে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন জায়গার বাজার ঘুরে এ অবস্থা দেখা যায়।

সবচেয়ে বেশি তরমুজ আসে সদরঘাটের বাদামতলী ঘাটে। বাদামতলী ঘাটে দেখা মেলে সারি সারি তরমুজের ট্রলারের। জানা যায়, ছোট তরমুজ (২-৩ কেজি) বিক্রি হচ্ছে ৫০০০- ৮০০০ টাকা শতক, মাঝারি তরমুজ (৪-৫) কেজি বিক্রি হচ্ছে ১০-১২ হাজার টাকা শতক এবং বড় তরমুজ বিক্রি হচ্ছে (৭-১২ কেজি) ১৭-২১ হাজার টাকা শতক।

কিন্তু খুচরা মার্কেটে দেখা মেলে ভিন্ন এক চিত্র। পাইকারি মার্কেটের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে তরমুজ। কেজি প্রতিও অনেকেই বিক্রি করছে তরমুজ। কেজি রাখা হচ্ছে ৪০-৭০ টাকা কেজি। অনেক জায়গায় কেজি প্রতি আগে বিক্রি করলেও এখন তা বিক্রি করছেন পিস হিসেবে তবে দাম প্রায় সমানই। খুচরা মার্কেটে ছোট তরমুজের দাম রাখা হচ্ছে ১৪০-২০০ টাকা, মাঝারি তরমুজের দাম রাখা হচ্ছে প্রতি পিস ২২০-৩৫০ টাকা এবং বড় তরমুজ বিক্রি হচ্ছে প্রতি পিস ৪০০-৫০০ টাকা।