টিসিবির জন্য এক কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার

টিসিবির মাধ্যমে বিক্রির জন্য ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার দুটি প্রস্তাব সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে কমিটির ভার্চুয়াল সভায় গতকাল বুধবার সয়াবিন তেল ক্রয়সহ মোট সাতটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভাশেষে অনুমোদিত ক্রয় প্রস্তাবগুলোর বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি জানান, সাতটি প্রস্তাবে মোট ব্যয় হবে ৭৬৬ কোটি ৯৯ লাখ টাকা। সভায় মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে দুই লিটার প্যাকেটজাত বোতলে প্রতি লিটার ১৭২ দশমিক ৯৫ টাকা হিসেবে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ১৯০ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা। স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে আরো ৫০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। স্থানীয় প্রতিষ্ঠান ইউএন ট্রেডিং, ঢাকা এই সয়াবিন তেল সরবরাহ করবে। প্রতি লিটার ১৭২ দশমিক ৮০ টাকা হিসেবে ৫০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ে ব্যয় ধরা হয়েছে ৮৬ কোটি ৪০ লাখ টাকা।

সভায় শিকলবাহা ১৫০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের গ্যাস টারবাইন অংশের সংশ্লিষ্ট যন্ত্রাংশ ক্রয়, স্থাপন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সেবা ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৯১ কোটি ৮৫ লাখ টাকা। সভায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল আদায় কার্যক্রম পরিচালনার জন্য নিয়োজিত সার্ভিস প্রোভাইডারের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এজন্য ব্যয় হবে ৩ কোটি ২৬ লাখ টাকা। সভায় কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়ন প্রকল্পের প্যাকেজ নং পিডব্লিউ-০৩ এর পূর্ত কাজ ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ১৬৯ কোটি ৪৮ লাখ ৫৯ হাজার ৭৭ টাকা।

এছাড়া কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ-এর কাছ থেকে ১২তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১১০ কোটি ২০ লাখ টাকা। সভায় সৌদি আরব থেকে ১৮তম লটে ৩০ হাজার মে.টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১১৫ কোটি ৫৩ লাখ টাকা।