ইরানি মুদ্রা রিয়াল দেখল ইতিহাসের সর্বোচ্চ দরপতন। খোলা বাজারে প্রতি মার্কিন ডলারের বিপরীতে ৫ লাখ রিয়ালের ঘর অতিক্রম করেছে।
এ তথ্য সোমবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বে আরোপ করা নিষেধাজ্ঞার মতো এবারও ইরানি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
গত বছরের সেপ্টেম্বরের ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ দমনপীড়নে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিশানা করেই দেওয়া হবে নিষেধাজ্ঞা। তবে সরকারবিরোধী এ বিক্ষোভের জন্য পশ্চিমাদের দায়ী করে আসছে তেহরান।
এদিকে উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ইরানে খাদ্য ও অন্যান্য পণ্যের দাম বেড়েই চলেছে। আর এর প্রভাব পড়ছে সাধারণ ইরানি নাগরিকদের ওপর। একই সঙ্গে তাদের ক্রয়ক্ষমতাও কমছে।
এ ছাড়া সামনে ইরানি নববর্ষ উপলক্ষে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ রেজা ফারজিন বলেন, দ্রুত অবমূল্যায়ন নিয়ন্ত্রণে দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থার ওপর ভিত্তি করে মুদ্রা ও স্বর্ণের বিনিময় হার শিগগিরই বেঁধে দেয়া হবে।
এ ছাড়া ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানির ক্ষেত্রে কৃত্রিমভাবে ২ লাখ ৮৫ হাজার রিয়েলে প্রতি ডলার বিক্রির প্রতিশ্রুতিও দিয়েছে ব্যাংকটি।