ভোজ্যতেলের দামে বিশ্ববাজারে ধস, অথচ কমছে না দেশে!

ভোজ্যতেলের দাম বিশ্ববাজারে অনেকটা কমে গেছে এবং সেটা বেশ কিছুদিন আগেই। অথচ দেশের বাজারে দাম কমার কোনো নামগন্ধ নেই। যখন বিশ্ববাজারে দাম বাড়ে তখন ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন সেই দাম সমন্বয় করতে তোড়জোড় শুরু করে, কিন্তু দাম কমানোর ক্ষেত্রে কোনো উদ্যোগ নেই কমিশনটির।

আজ শনিবার (১৬ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। ক্ষোভ প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্যতেলের দাম নিয়ে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। দাম বাড়ানো নিয়ে যতটা আগ্রহ দেখা যায়, কমানো নিয়ে তার কিছুই দেখা যায় না।

ক্যাব অভিযোগ করেছে, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন শুধু ব্যবসায়ীদের স্বার্থে কাজ করছে। বাণিজ্যমন্ত্রী একাধিকাবার আশ্বাস দিলেও সেটা বাস্তবায়ন হয়নি। এক্ষেত্রে বিভিন্ন অজুহাত দাঁড় করানো হচ্ছে। ব্যবসায়ীরা বলছে, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও পূর্বে বেশি দামে বুকিং দেওয়ায় এখন দাম কমানো সম্ভব হচ্ছে না।

Scroll to Top