লিটারে আরও ৭ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

বাজেট ঘোষণার সঙ্গে গত বৃহস্পতিবার ভোজ্যতেল নিয়ে দেওয়া হলো দুঃসংবাদ। দাম বাড়তে বাড়তে প্রায় ডাবল সেঞ্চুরি হাঁকানো সয়াবিন তেলের দাম লিটারপ্রতি আরও একদফা বাড়ানো হলো ৭ টাকা। এতে করে পূর্বের ১৯৮ টাকা লিটারের বোতলজাত সয়াবিন তেল এখন ২০৫ টাকায় বিক্রি হবে।

গত বৃহস্পতিবার (৯ জুন) এই তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নূরুল হক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ৭ টাকা বেড়ে এখন থেকে এক লিটার খোলা সয়াবিন তেলের দাম পড়বে ১৮৫ টাকা। আর বোতলজাত এক লিটার সয়াবিন তেলের নতুন দাম হবে ২০৫ টাকা।

এর আগে গত ৫ মে এক লাফে রেকর্ড দাম বেড়েছিল সয়াবিন তেলের। নজিরবিহীনভাবে লিটারপ্রতি বোতলজাত সয়াবিন বাড়ানো হয়েছিল ৩০ টাকা। খোলা সয়াবিন প্রতিলিটারে বেড়েছিল ৩৭ টাকা। পাম অয়েলের দাম লিটারপ্রতি বেড়েছিল ৩৯ টাকা। এমন উল্লম্ফনের মাসখানেকের মধ্যেই গতকাল আবারও বাড়ল সয়াবিল তেলের দাম।

Scroll to Top