একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের দাম। পাইকারিতে (ট্রাকসেল) প্রতি কেজির দাম বেড়েছে ২ টাকা। একদিন আগেও বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হয়েছিল ৩৩-৩৪ টাকায়। দাম বেড়ে বর্তমানে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৩৬ টাকা কেজি দরে। নগর জাতের পেঁয়াজ ৩৬ টাকায় বিক্রি হলেও তা বেড়ে এখন ৩৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দাম বেড়েছে আমদানি কমে যাওয়ায়। এদিকে আবারো দাম বাড়ায় পাইকাররা বিপাকে পড়েছেন।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, মূলত বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে যাওয়ায় দাম বাড়ছে। তবে দু-একদিনের মধ্যে আবারো আমদানি বাড়বে, কমে আসবে দাম। তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব কালী পূজার কারণে ভারতের মোকামগুলোতে পেঁয়াজ লোডিং চারদিন বন্ধ ছিল। ফলে হিলিসহ দেশের সব বন্দর দিয়ে আমদানি আগের তুলনায় কমেছে। দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কমায় দামে প্রভাব পড়েছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও তা কমছে। শনিবার সাত ট্রাকে ১৮২ টন পেঁয়াজ আমদানি হয়েছিল। রোববার ছয় ট্রাকে ১৫৪ টন আমদানি হয়। গতকালও আমদানি অব্যাহত ছিল।