গতকাল রোববার ঢাকাসহ সারা দেশেই শপিং মল, দোকানপাট খোলা হয়েছে। তবে গণপরিবহন বন্ধ থাকার কারণে ক্রেতা এখনো কম। ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, শপিং মল খোলার পাশাপাশি চালু হয়েছে ফুটপাথে ভ্রাম্যমাণ পোশাকের দোকানও। তবে কিছু কিছু এলাকায় গুটিকয় বিপণিবিতান কর্তৃপক্ষ এখনো বন্ধ রেখেছে। বিক্রেতারা বলছেন, মার্কেটের নিয়ম শিথিল হলেও গণপরিবহন বন্ধ। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ রাস্তাঘাটে বের হচ্ছে না। ফলে বিপণিবিতান খুললেও ক্রেতা সেভাবে নেই।
ঈদের আগে ভালো বেচাকেনার জন্য আরও অপেক্ষা করতে হবে। বিপণিবিতান খোলার অনুমতি দেওয়া হলেও বাইরে বের হতে আগের মতোই মুভমেন্ট পাস লাগবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল। তবে গতকাল ক্রেতা কিংবা বিক্রেতা কাউকেই মুভমেন্ট পাসের জন্য আটকাতে দেখা যায়নি। সকালে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট এলাকার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, ক্রেতা একেবারেই কম। অধিকাংশ মার্কেটে বিক্রেতারা দোকান পরিষ্কার আর পণ্য গোছগাছ করে সময় কাটাচ্ছেন। কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি লক্ষ্য করা যায়নি।