রুপালি ইলিশে সয়লাব মাওয়া ঘাট, দামও নাগালে

শত শত নৌকা ঘন কুয়াশা উপেক্ষা করেই ইলিশ নিয়ে ঘাটে নোঙর করেছে। মাওয়ার আড়তগুলো সূর্য উঁকি দেয়ার আগেই রুপালি ইলিশে সয়লাব। তাইতো মাওয়ার আড়তগুলোয় সরবরাহ বেশি থাকায় ইলিশের দাম কম।

ক্রেতারা সচরাচর ছুটির দিনে ভোর থেকেই তাজা মাছের খোঁজে দূর-দূরান্ত থেকে আড়তে ছুটে আসেন। সপ্তাহ ব্যবধানে বড় ইলিশ এখন সাড়ে ৮০০-৯৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৭০০ গ্রাম-৮০০ গ্রামের ইলিশ কেনা যাচ্ছে ৬০০-৭০০ টাকায়।

জলিল নামক এক বিক্রেতা বলেন, \’এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পরছে যার কারণে দাম কমেছে। প্রতিদিন অনেক দূর-দূরান্ত থেকে মানুষ মাওয়ার আড়তগুলোয় ইলিশ কিনতে আসে।\’

Scroll to Top