সিএসইর সাবেক এমডি ওয়ালিউল আর নেই

না ফেরার দেশে চলে গেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং মাসলিন ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়ালিউল মারুফ মতিন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সিএসই সূত্র এ খবর নিশ্চিত করেছে। ওয়ালিউল মারুফ মতিন করোনায় আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতেল বেশ কয়েক দিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরেন। এরপর আবারও অসুস্থ হয়ে পড়লে শনিবার বিকালে ল্যাবএইডে ভর্তি হন। রোবার সকালে তিনি মারা যান।

ওয়ালিউল মারুফ মতিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। এ সময় তিনি সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবেও দায়িত্ব পালন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Scroll to Top