২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২৩৩ কোটি টাকা প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সোয়া ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব করেছেন।
২৩৩ কোটি টাকা প্রস্তাব করায়, ২০১৯-২০ অর্থবছরের তুলনায় এবার বাজেটে বাড়লো ৭৮ কোটি টাকা। যেখানে গত অর্থবছরে সংশোধিত বাজেট ছিল ১৫৫ কোটি টাকা।