চিকিৎসাসামগ্রীর প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা

স্বাস্থ্য খাতকে আরো সুসংগঠিত করার লক্ষ্যে চিকিৎসা সামগ্রী, জীবাণুমুক্তকরণ এ ব্যবহার্য অটোক্লেভ (Autoclave) মেশিন স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রবর্তনের প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে জাতীয় সংসদ ভবনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাব উত্থাপন করেন।

আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তৃতায় বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে বাজেটের প্রাক্কালে বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে করোনা ভাইরাস টেস্টিং কিট, মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিই আমদানি এবং হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক পিপিই উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল আমদানির উপর প্রযোজ্য সমুদয় শুল্ক-কর মওকুফ করা হয়েছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে চিকিৎসা সামগ্রী, জীবাণুমুক্তকরণ এ ব্যবহার্য অটোক্লেভ মেশিন স্থানীয়ভাবে উৎপাদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রবর্তনের প্রস্তাব করছি।

Scroll to Top