করোনাঃ চাকরি হারাতে পারে ২৪ কোটি ২০ লাখ মানুষ

মহামারী করোনার প্রভাবে গোটা দেশে বিরাজ করছে অস্থিতিশীল পরিবেশ। ম্যানিলাভিত্তিক ঋণদানকারী সংস্থা এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) জানায়, করোনাভাইরাসের কারণে বিশ্ব অর্থনীতির ৯ দশমিক ৭ শতাংশ ধস নামতে পারে। এ ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা অচল হয়ে পড়ছে। আর এর প্রভাবে চাকরি হারাতে পারেন ২৪ কোটি ২০ লাখ মানুষ।

গত শুক্রবার এ আশঙ্কার কথা জানায় এডিবি।

এডিবির মতে, করোনার কারণে বিশ্বের অনুমিত ক্ষতির পরিমাণ ৮ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার হতে পারে। তবে ক্ষতিগ্রস্তদের ব্যাপারে স্ব স্ব সরকারের হস্তক্ষেপে ‘ক্ষতি কমাতে সহায়ক হতে পারে’। কোভিড-১৯ মহামারীর কারণে বিশ্বের বিভিন্ন দেশে ২৪ কোটি ২০ লাখ মানুষ চাকরি হারাতে পারেন। চাকরি হারানোর এ সংখ্যা এক দশক আগের বিশ্বের অর্থনৈতিক মন্দার সময়ের চেয়ে ৭ গুণেরও বেশি। এসময়ে সবচেয়ে বেশি হ্রাস পেতে পারে শ্রমিকের আয়, যা প্রায় ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার।

এডিবি জানায়, এ ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলার অথবা দেশটির জিডিপির ১০ শতাংশ ক্ষতি হয়েছে। অন্যদিকে প্রথম এ ভাইরাস ছড়িয়ে পড়া চীনের ক্ষতির পরিমাণ ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলার অথবা দেশটির অর্থনীতির ১১ শতাংশ ক্ষতি হয়েছে।

এডিবি বলছে, এ ক্ষতি পুনরুদ্ধার করা কঠিন হবে। খেলাপি ও দেউলিয়া পরিস্থিতি রোধে দ্রুত এবং পর্যাপ্ত ব্যবস্থা না নিলে এ আর্থিক সংকট ঠেকানো যাবে না।

Scroll to Top