আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে ১১ দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি চালু হয়েছে।

শনিবার (০৭ অক্টোবর) সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি চালু হয়। তবে এসময় স্থলবন্দর দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। ৬ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকার কারণে ৭ অক্টোবর শনিবার সকাল থেকে যথারীতি স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম চালু হয়।

বাংলাদেশ সময় : ১৩১৪ ঘণ্টা, ০৭ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top