দাম বাড়ছে স্মার্টফোনের

সদ্য ঘোষিত ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে স্মার্টফোনের আমদানি শুল্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে বাড়ছে স্মার্টফোনের বাজারমূল্য; তবে ফিচার ফোনের দামে বাজেটের কোনো প্রভাব পড়বে না।

বৃহস্পতিবার (১৩ জুন) সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত ২০১৯-২০ অর্থবছরের বাজেটে স্মার্টফোন আমদানির ক্ষেত্রে শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সব ধরনের মোবাইল ফোনের আমদানি শুল্ক ১০ শতাংশ।

অর্থমন্ত্রী বলেন, “দেশের বিত্তবান লোকজন স্মার্টফোন ব্যবহার করেন বিধায় এর আমদানি শুল্ক বৃদ্ধি করে ২৫ শতাংশ করার প্রস্তাব করছি।”

অন্যদিকে, ফিচার ফোন ‘নিম্ন আয়ের মানুষ ব্যবহার করে বিধায়’ সেগুলোর আমদানি শুল্ক অপরিবর্তিত রাখার প্রস্তাব দিয়েছেন তিনি।

তবে, মোবাইল ফোনের চার্জার কানেকটর পিন এবং সিম স্লট ইজেকটর পিনের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

উল্লেখ্য, বর্তমানে প্রতিবছর দেশে প্রায় ১০ হাজার কোটি টাকার স্মার্টফোন বিক্রি হয়।

লেটেস্টবিডিনিউজ/এসকেবি

Scroll to Top