\’সরকার ১০ থেকে ১৫ লাখ টন চাল রফতানি করবে\’

চলতি বছর সরকার ১০ থেকে ১৫ লাখ টন চাল রফতানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে ধানের বাজার মূল্যের বিষয়ে সরকারের গৃহীত কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকার ১০ থেকে ১৫ লাখ টন চাল রফতানি করবে। খাদ্য নিরাপত্তা ঠিক রেখে বাইরে চাল রফতানি করা হবে। যদিও এটি সহজ কাজ নয়। ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে চালের ক্ষেত্রে ২০ ভাগের থেকে বাড়িয়ে ২৫ থেকে ৩০ ভাগ সুবিধা দেবে।’

মন্ত্রী বলেন, ‘সরাসরি কৃষকদের কাছ থেকে পর্যাপ্ত পরিমাণ ধান ক্রয় করা হবে। চালের আমদানি শুল্ক ২৮ ভাগ থেকে বাড়িয়ে ৫৫ ভাগ আরোপ করা হয়েছে। তাই চাল আমাদানি হবে না বলে আশা করি। আমরা চাল আমদানি নিরুৎসাহিত করছি এবং চাল রফতানিকে উৎসাহিত করব।’

তিনি বলেন, ‘ধানের ক্রয়মূল্য অগ্রিম নির্ধারণ করে মৌসুমের শুরুতেই সরাসরি কৃষক পর্যায় থেকে ধান সংগ্রহ শুরু করা হবে। ২০১৭ সালের চাল আমদানির শুল্ক রেয়াতের কারণে চাহিদার অতিরিক্ত চাল আমদানি ও তার বড় একটি অংশ মজুদ করা এবং অনুকূল আবাহওয়া থাকায় উৎপাদন বৃদ্ধি পাওয়ায় এ বছর ধানের মূল্য হ্রাস পেয়েছে।’

কৃষিকে আরও যান্ত্রিকীকরণ করা দরকার এবং সেই উদ্দেশে সরকার সেই উদ্যোগ নিচ্ছে বলেও জানান কৃষিমন্ত্রী।

লেটেস্টবিডিনিউজ/এনপিবি

Scroll to Top