বাগেরহাটে থেমে থাকে ট্রাকে পর্যটকবাহী বাসের ধাক্কায় অন্তত ২ জন নিহত হয়েছেন। এঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (৮ মার্চ) ভোরে বাগেরহাট-খুলনা মহাসড়কে শহরতলীর হযরত খান জাহান আলীর (র:) মাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মকবুলের ছেলে গরীব উল্লাহ (৪০) ও কাশেমের ছেলে কিবরিয়া (২২)। আর রিয়াজের ছেলে বছির (৪০), মোহর আলীর ছেলে আমিরুল ইসলাম (৪০), মনিরুলের ছেলে রাসেল (২৫) এবং আরিফুল (২২) আহত হয়েছেন। হতাহত সবার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামে।
বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, পর্যটকবাহী বাসটি ষাট গম্বুজ, খানজাহান আলী (রহ.) মাজার ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশে বাগেরহাট আসছিলেন। বাসটি মাজার মোড়ে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গরীব উল্লাহ নামে এক যাত্রী নিহত হন। আহত হন আরও ১০ জন। তাদের মধ্যে কিবরিয়া ও বছিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কিবরিয়া মারা যান।