৭ ঘণ্টা পর বগুড়ার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

বগুড়ার গাবতলীতে ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৭ ঘণ্টা পর সোমবার (৪ মার্চ) সকাল সোয়া ৬টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে গাবতলীতে সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেক্স ট্রেনের একটি বগি লাইনচ্যুত হলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে গাবতলী রেলওয়ে স্টেশনমাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি গাবতলী স্টেশনে আসে। এ সময় ট্রেনটি ইঞ্জিনসহ ১নং লাইনে প্রবেশ করলেও পেছনের বগিটি ২নং লাইনে ঢুকে যায়, এতে বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ট্রেনটি গাবতলী স্টেশনে আধা ঘণ্টা অপেক্ষার পর লাইনচ্যুত বগিটি রেখে সান্তাহারের উদ্দেশে চলে যায়।

বগুড়া রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার বেঞ্জুরুল ইসলাম জানান, বগি লাইনচ্যুত্যের কারণে রেললাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। তা মেরামত করতে সময় লাগবে। মেরামতের পরই ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি।

Scroll to Top