বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুৎকেন্দ্রের কন্টেইনারের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে।
নিহত শ্রমিকরা হলেন- কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের নায়েব আলী (৪৫) ও একই উপজেলার আট্টাকী গ্রামের ফিরোজ (৪৯)।এ ঘটনায় আরো এক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (২ মার্চ) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটলেও রোববার (৩ মার্চ) সকালে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি লোহার ভারী কন্টেইনার হঠাৎ করে কাত হয়ে তিন শ্রমিকের ওপর পড়ে যায়। এতে শ্রমিক নায়েব আলী ও ফিরোজ ঘটনাস্থলেই মারা যান। সোহান নামে অপর একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।