টেকনাফে বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৭হাজার ইয়াবাসহ দুইটি কিরিচ উদ্ধার করা হয়।

নিহত হচ্ছেন, লক্ষীপুরের ভবানীগঞ্জের আব্দুল্লাহ পুরের আবুল বাশারের ছেলে বেল্লাল হোসেন (৩৫)।

বৃহস্পতিবার (২৮ফেব্রুয়ারি) ভোররাতে হোয়াইক্যং ইউপিস্থ খারাংখালী বেড়িবাঁধ তিন নাম্বার স্লুইচ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আছাদুদ জামান চৌধুরী বলেন, ২ ব্যাটলিয়ানের নায়েক সুবেদার মো. তোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল নিয়ে আটককৃত ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞেসাবাদে জানতে পারে হোয়াইক্যং ইউপিস্থ খারাংখালী বেড়িবাঁধ এলাকায় দিয়ে ইয়াবার একটি বড় চালান খালাসের খবরে অভিযানে গেলে।

এসময় বেল্লাল হোসেনের সহযোগিরা বিজিবি’র উপস্থিতি লক্ষ্য করা মাত্রই গুলি চালায় বিজিবি ও আত্নরক্ষার্থে পাল্টা গুলি বর্ষণ করে। পরে ইয়াবা ব্যবসায়ীরা পিছু হৎলে ঘটনাস্থল তল্লাশি করে এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধকে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৭হাজার ইয়াবাসহ ২টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়।

এ সময় বিজিবি’র দুই সদস্য আহত হয়েছে। আহতদের টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি উদ্ধার করে। সুরুতাহল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Scroll to Top